বান্দরবানে অস্ত্র ও টাকাসহ আটক ১

মানবজমিন প্রকাশিত: ০৪ আগস্ট ২০২১, ০০:০০

বান্দরবানে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অস্ত্র, নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বই, বিভিন্ন সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে ডলুপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম সুমন চাকমা (২৫)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বান্দরবান সদর জোন ও সদর থানা পুলিশের টহল দল সোমবার রাতে সদর উপজেলার ডলুপাড়ার কাইংবাপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এ সময় ওই ঘরে অবস্থানকারী সুমন চাকমাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে একটি দেশি বন্দুক, একটি মোবাইল ফোন সেট, নগদ ১০ হাজার টাকা, ২টি মানিব্যাগ, চাঁদা আদায়ের রশিদ বইসহ আরও কিছু সামগ্রী উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, আটক সুমন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) মূল অংশের (সন্তু গ্রুপ) সদস্য। সুমন চাকমা জেএসএস পক্ষে চাঁদা আদায়ের কাজ করতো। তাকে বর্তমানে বান্দরবান সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে। তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি মামলা করা হয়েছে বলেও ওসি জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us