১৩ তলার সুবিশাল অট্টালিকা। নাম তার হগ হোটেল। তবে চাইলেই ঢুকে পড়া যাবে না সেখানে। সিসিটিভি ক্যামেরায় মোড়া বহুতল ভবনটিতে নিশ্ছিদ্র জৈবিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
তবে এই হোটেলটিতে কোনো মানুষ থাকে না। সেখানে থাকে ১০ হাজারেরও বেশি শূকর। শূকরদের এই হোটেলটি রয়েছে চীনের দক্ষিণাংশে।
জানা যায়, মুয়ুয়ান ফুডস এবং নিউ হগ গ্রুপ নামের দুই সংস্থা মিলে গড়ে তুলেছে বহুতলা হোটেলটি। এর ভেতরে শূকরদের থাকা-খাওয়া ছাড়াও রয়েছে পশুদের অত্যাধুনিক চিকিৎসার সব ব্যবস্থা।