গরিব মানুষকে নিয়ে আমাদের সমাজে নানা রসিকতা চালু আছে। গরিবের মৃত্যু নিয়েও আছে রসিকতা—‘গরিবের আবার মরা! কোনোমতে চোখ বন্ধ করে পড়ে থাকা।’ গরিবের জীবনের মতো মৃত্যুও যে কম দামি, ক্ষেত্রবিশেষে মূল্যহীন—এই কথা সেটাই প্রমাণ করে। ধনীরা তাদের ব্যবহার করে, কাজে লাগায়, কাজ শেষ হলে ছুড়ে ফেলে দেয়। ঠিক ছেঁড়া জামা-জুতোর মতো, কিংবা তার চেয়েও অদরকারীভাবে। গরিবের মৃত্যু ধনীকে স্পর্শ করে না, বরং তাদের বিরক্ত করে।