সিলেটে কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন

মানবজমিন প্রকাশিত: ০৩ আগস্ট ২০২১, ০০:০০

বাল্যবিয়ে সম্পন্ন করায় ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছে এলাকাবাসী। গত ২৭শে জুলাই এলাকাবাসীর পক্ষে নুরুল হক, আফরোজ আলী, সাইফুল ইসলাম, বিলাল ইসলাম ও আজমল আলী এ আবেদন জানিয়েছেন। আবেদনে তারা জানিয়েছেন, তাজপুর ইউনিয়নের নিকাহ তালাক রেজিস্ট্রার নিয়োগপ্রাপ্ত হওয়ার পর নানা অনিয়ম ও বেআইনি কার্যক্রম সম্পাদন করে যাচ্ছেন। ২০১৬ সালে ওসমানীনগর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়। কিন্তু কঠোর লকডাউনের সময় নিকাহ রেজিস্ট্রার গত ১৮ই জুলাই ইউনিয়নের ভাড়েরা গ্রামের বাবুল মিয়ার সঙ্গে আইলাকান্দি গ্রামের অপ্রাপ্তবয়স্ক তামান্না বেগমের বিয়ে সম্পাদন করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি তসলিমা আক্তার মিতু গিয়ে বাল্যবিয়ের সত্যতা পেয়ে বিয়ের ঘটক ও কনের চাচাকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। আবেদনে তারা বলেন- বাল্যবিয়ের কারণে বর ও কনে পক্ষকে জরিমানা করা হলেও এখনো বাল্যবিয়ে সম্পাদনকারী নিকাহ ও তালাক রেজিস্ট্রারের (কাজী) বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আবেদনে তারা এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us