করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের একাদশ দিনে রাজধানীতে বিধিনিষেধ অনেকটা শিথিল হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমে আসায় মানুষের চলাচল আগের তুলনায় বেড়েছে। যানবাহন বাড়ায় কোনো কোনো সড়কে যানজটেও পড়ছেন নগরবাসী।অলিগলিতে প্রায় সবধরনেরর দোকানই খুলেছে, ফলে মানুষের আনাগোনাও বেড়েছে।