অর্থমন্ত্রী ২০২১-২২ অর্থবছরের বাজেটে ৩ লাখ ৯২ হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে- যার মধ্যে ভ্যাটের লক্ষ্যমাত্রা ১ লাখ ২৭ হাজার ৭০০ কোটি টাকা, আয়করের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪ হাজার ৯০০ কোটি টাকা, আমদানি ও সম্পূরক শুল্ক্কের লক্ষ্যমাত্রা ৯২ হাজার ৪০০ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের প্রাথমিক প্রাক্কলন অনুসারে আয়কর থেকে ৮৫ হাজার কোটি টাকা, ভ্যাট থেকে ৯৭ হাজার ৪৯২ কোটি টাকা এবং আমদানি ও সম্পূরক শুল্ক্ক থেকে ৭৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে আয়কর, ভ্যাট ও শুল্ক্ক থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ১৮ হাজার ৪০০ কোটি টাকা। তার মধ্যে শুধু ভ্যাট থেকে আয় হয়েছে ৮৪ হাজার ৪৬৭ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে মোট রাজস্ব আয় ছিল ২ লাখ ২৩ হাজার ৮০০ কোটি টাকা।