আজ থেকে চালু হয়েছে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা। এই সিদ্ধান্তকে মাথায় রেখে আজ রবিবার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সীমিত এ সময় গণপরিবহন চালু করা হলেও গাড়ির স্বল্পতার কারণে ভোগান্তি মাথায় নিয়েই কর্মস্থলে ফিরছেন পোশাক শ্রমিকরা। উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।