একদিকে করোনা, অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ। সঙ্গে আছে লকডাউনের কারণে আয়-রোজগারহীন মানুষের আহাজারি। একদিকে হাসপাতালে সিট নেই, করোনা রোগীর চিকিৎসার সুযোগ নেই, অন্যদিকে অনেক মানুষের ঘরে খাবার নেই। দেশ বর্তমানে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। অবশ্য শুধু বাংলাদেশ এবং শুধু করোনা নয়, নানা সংকটে গোটা পৃথিবীই আজ জর্জরিত। পৃথিবী যেন সত্যিই এক কঠিন অসুখে আক্রান্ত। কবি জীবনানন্দ দাশ যাকে বলেছিলেন ‘পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন’!