চার দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লার হোমনা সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন জহুরা বেগম। অক্সিজেন সাপোর্ট ছাড়া শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পঞ্চাশোর্ধ্ব এই নারীর। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জহুরাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন স্বজনেরা।
ভোর চারটার দিকে ঢাকা পৌঁছে জহুরাকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা খালি না থাকায় কোনো হাসপাতালেই তাঁকে ভর্তি নেওয়া হয়নি।