তৃতীয় ঢেউ আসন্ন, বিপদ ডাকছেন মুখোশহীনরাই

এইসময় (ভারত) প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ০৯:৫৯

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ এখনও পুরোপুরি যায়নি। এর মধ্যেই তৃতীয় ঢেউয়ের মুখে রাজ্য। যা নিয়ে চিন্তিত সব মহলই। বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ সামাল দেওয়ার একমাত্র হাতিয়ার মাস্ক, মাস্ক এবং মাস্ক। করোনা টিকার দু'টি ডোজ নেওয়া থাকলেও মাস্ক পরতেই হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার সাধারণ মানুষের কাছে বাধ্যতামূলক ভাবে মাস্ক ব্যবহারের আবেদন জানিয়েছেন। রাজ্য সরকার ছাড়াও বিভিন্ন সংস্থা ও সংগঠন মাস্ক নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ধারাবাহিক প্রচার চালাচ্ছেন। কিন্তু আমজনতা কি তা কানে তুলছেন? তুললেও তাঁরা কতটা সতর্ক হয়েছেন? এ নিয়ে পর্যালোচনার জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে একটি সমীক্ষার আয়োজন করা হয়েছিল। সেই সমীক্ষকরা তথ্য দিয়ে দেখিয়েছেন, এখনও একটা বড় অংশের মানুষকে মাস্ক ব্যবহারের অভ্যাসে করানো যায়নি। আবার যাঁরা মাস্ক ব্যবহার করছেন, তাঁরাও বারবার বলা হলেও যথাযথ ভাবে মাস্ক পরছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us