রাজশাহীর গোদাগাড়ীতে বাকি টাকা চাওয়ায় রুহুল আমিন (৪৫) নামে বিকাশের এক এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছেন দেনাদার। এ সময় তার দুই হাতের রগও কেটে দেয়া হয়। এ ঘটনায় বুধবার (২৮ জুলাই) সকালে আহত রুহুল আমিনের ভাই আবদুল হান্নান বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা করেছেন। এর আগে, মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিন মুদি দোকানের পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসাও করেন। মো. রুবেল (৩৩) নামের এক ব্যক্তি প্রায় বিকাশে টাকা পাঠাতেন তার কাছে থেকে। কয়েকদফা টাকা পাঠানোয় ২ লাখ ৩৮ হাজার টাকা বাকি হলেও রুবেল তা পরিশোধ করছিলেন না। বাকির অর্থ পরিশোধের জন্য তাকে চাপ দেন রুহুল। মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে টাকা দেয়ার কথা বলে দেনাদার রুবেল রুহুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রুহুল আমিন বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করেন রুবেল। এতে দোকানি রুহুল মাটিতে লুটিয়ে পড়েন।