তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকটি ছিল 'খুবই ইতিবাচক' এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে এর থেকে ইতিবাচক কিছু আসবে।
আজ বুধবার নয়াদিল্লির ১০ জনপথে বৈঠকের পর এক বলে মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে। আজকের বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, সোনিয়া গান্ধী তাকে তার বাসভবনে চায়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং বৈঠকে 'আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি'।
তিনি বলেন, 'আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমরা পেগাসাস স্পাইওয়্যার স্নুপিং বিতর্ক এবং কোভিড-১৯ পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি।'