স্মরণ: আহমদ ছফার আত্ম অন্বেষণ

সমকাল বিধান রিবেরু প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ১৬:১১

শ্রম, ঘাম, প্রেম ও দ্রোহ মেশানো শব্দ ছেনে তুলে বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টি করেছেন অমৃতের সন্তান আহমদ ছফা। তবে সেসব সাহিত্যকর্ম কলাকৈবল্যবাদে আক্রান্ত নয়, বরং প্রবলভাবে সময় ও আবেগতাড়িত। কালের প্রয়োজনে, প্রতিকূলতা ঠেলে তিনি চিত্রশিল্পী সুলতানের পেশিবহুল কৃষকের লাঙল চালানোর মতোই চালিয়ে গেছেন কলম। আহমদ ছফার সবচেয়ে, সম্ভবত আলোচিত ও আলোড়ন তোলা প্রবন্ধের নাম 'বাঙালি মুসলমানের মন'। এই লেখাটিও তীব্র অনুভূতির আলোড়ন মাথায় নিয়ে এক লহমায় রচিত হওয়া এক কালজয়ী রচনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us