এ বছর কোরবানির ঈদে আমরা দেশীয় গরুর জয়জয়কার প্রত্যক্ষ করলাম। কোরবানির পশুর বাজারে ভারতীয় গরুর উপস্থিতি এ বছরও তেমন লক্ষ্য করা যায়নি। এ বছর যে পশুগুলো বাজারে উঠেছিল, সেগুলো মূলত কোরবানি উপলক্ষেই পালন করা হয়েছে। মূলত বিগত তিন-চার বছরে বাংলাদেশে কোরবানির পশুর বাজার এক ধরনের বাণিজ্যিক বাজারে পরিণত হয়েছে, যা আমাদের অর্থনীতির জন্য খুবই ইতিবাচক। এ পরিস্থিতি সৃষ্টির ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় ভূমিকা রেখেছে। তবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এক ধরনের 'পুশ ফ্যাক্টর'।