বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ বিমানের পাইলট ও কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহার করেছে বাংলাদেশ এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাপার সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে টেলিফোনে বলেন, 'বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামালের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে।'
'৩০ জুলাইয়ের মধ্যে বিমানের পাইলট ও অন্যান্য কর্মকর্তাদের বেতন বৈষম্য দূর করা না হলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা বন্ধের যে সিদ্ধান্ত ছিল তা আপাতত স্থগিত করা হয়েছে,' বলেন তিনি।