জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। গত বছরের এদিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শফিউল বারী বাবু ক্যান্সারে ভুগছিলেন। এ ছাড়া মৃত্যুর আগে তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।
শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি ঘোষণা করা হলেও করোনা পরিস্থিতিতে সরকারের কঠোর বিধিনিষেধে তা পালন করতে নেতাকর্মীদের নিরুৎসাহিত করেছে স্বেচ্ছাসেবক দল।
সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল জানান, শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার বিকেল ৪টায় ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হবে।