আমরা সচরাচর যকৃৎকে লিভার বলেই চিনি। তাই বিশ্ব যকৃৎ প্রদাহ দিবস বুঝতে অসুবিধা হলেও ‘ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে’ বেশ পরিচিতই মনে হয়। লিভারের প্রধান কাজ হলো খাদ্যের সব উপাদানকে শক্তিতে রূপান্তরিত করার উপযোগী করে তোলা, গ্লুকোজ, ভিটামিন, খনিজসমূহ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা, অ্যালবুমিন, রক্ত জমাট বাঁধার উপাদানগুলো সমন্বয় করা, পিত্তরস তৈরি করে হজমের সময় তা সরবরাহ করা, বিভিন্ন ওষুধ বা বিষাক্ত খাদ্যের বিষক্রিয়াকে নিষ্ক্রিয় করা।
সেই লিভারের বিভিন্ন রোগের মধ্যে লিভার প্রদাহে সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং তা আবার ভাইরাস দিয়ে। এ, বি, সি, ই—এই চার ভাইরাসই পৃথিবীব্যাপী সচরাচর লিভারকে আক্রান্ত করে। তাই এদের হেপাটাইটিস ভাইরাস বলে।