অক্সিজেনের অভাবে রোগী মারা যাওয়ার অভিযোগে আইসিইউতে ভাঙচুর

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ০৮:০৭

অক্সিজেনের অভাবে রোগী মারা যাওয়ার অভিযোগে নোয়াখালীর করোনা ডেডিকেটেড হাসপাতালের ভাঙচুরের ঘটনা ঘটেছে। চিকিৎসকরা জানান, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রোগীর স্বজনরা আইসিইউ ইউনিটে ভাঙচুর করেন।


মারা যাওয়া রোগীর স্বামী নুর মোহাম্মদ সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, করোনায় আক্রান্ত সাজেদা আক্তারকে গত ১৩ জুলাই নোয়াখালীর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হন। এর মধ্যে একাধিকবার হাসপাতালে অক্সিজেন সংকট তৈরি হয়েছিল। সোমবার রাতে আবার অক্সিজেন সংকট তৈরি হলে আজ বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার কিনে এনে ব্যবহার করা হয়। হাসপাতালে অক্সিজেন সংকট ও চিকিৎসকদের অবহেলার কারণেই আমার স্ত্রী মারা গেছে।হাসপাতালে ভাংচুরের বিষয় তিনি বলেন, তার ছেলে উত্তেজিত হয়ে আইসিইউ কক্ষের একটি কাঁচে লাথি মেরেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us