মমেকের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

মানবজমিন প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ০০:০০

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৯ জনের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১৪ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় শুধু ময়মনসিংহ জেলায় ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।গতকাল সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের রহিমা খাতুন (৪৫), ফ্রান্সিলা কামা (৪৬), ফুলপুরের অজিত পণ্ডিত (৭০), নেত্রকোনার শেখ ফরিদ (৩২), জামালপুরের আইনুদ্দিন (৮৫)।এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন-ময়মনসিংহের ফুলপুরের মনোয়ারা (৬০), ধোবাউড়ার ফাতেমা (৭০), মুক্তাগাছার নুরুল ইসলাম (৬০), রোকনুজ্জামান (৫০), গৌরিপুরের রাবেয়া খাতুন (৫৫), নেত্রকোনার রোমেলা (৬৫), কেন্দুয়ার মইনুল (৬০), জামালপুরের সুফিয়া বেগম (৬৮), মো. শওকত আলী (৬৫), রমজান (৩৫), বকশিগঞ্জের খাদিজা (৬৫), কিশোরগঞ্জের হোসেনপুরের রফিকুল (৫৫), টাঙ্গাইলের ধানবাড়ির আবদুর রশীদ (৫৫), গাজীপুরের শ্রীপুরের রাবেয়া খাতুন (৬৪)। ডা. মো. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৩৮ জন, আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। এদিকে গত সোমবার রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় র‌্যাপিড অ্যান্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ৩৩২ জন। যাদের মধ্যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৯৫ জন ও আরটিপিসিআর টেস্টে ১৩৭ জন রয়েছেন। এদিকে জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরে ১৬২ জন, নান্দাইলে ১৯ জন, ঈশ্বরগঞ্জে ২ জন, গৌরীপুরে ৭ জন, ফুলপুরে ৯ জন, তারাকান্দায় ২ জন, হালুয়াঘাটে ৮ জন, ধোবাউড়ায় ৪ জন, মুক্তাগাছায় ৭০ জন, ফুলবাড়ীয়ায় ১০ জন, ত্রিশালে ১২ জন, ভালুকায় ২৫ জন ও গফরগাঁওয়ে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ১৩১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে ও গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুসহ এ পর্যন্ত মোট মারা গেছেন ১৩৯ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us