পাটুরিয়া-দৌলতদিয়া: ফেরিতে পার করা হচ্ছে মানুষ, ব্যক্তিগত গাড়ি

ডেইলি স্টার প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ১৬:৪৭

নিষেধাজ্ঞা অমান্য করে জরুরি পণ্যবাহী গাড়ির সঙ্গে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিতে সাধারণ মানুষ ও ব্যক্তিগত গাড়ি পার করা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়া ঘাটে এ দৃশ্য দেখা গেছে। কর্তৃপক্ষের দাবি, সুযোগ পেয়ে মানুষ ব্যক্তিগত ও ছোট গাড়ি নিয়ে ফেরিতে উঠে পড়ছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'জরুরি পণ্যবাহী পরিবহন, রোগী ও মরদেহবাহী গাড়ি পার করার জন্য আটটি ফেরি সচল রাখা হয়েছে। এ সুযোগে কিছু মানুষ ও ছোট গাড়িও পার হয়ে যাচ্ছে।'


তিনি আরও বলেন, 'গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। মহাসড়কে পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে নানা পথে চলাচল করছে এসব যানবাহন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us