তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের জাতীয় বাজেট মূল্যায়নের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে এ সময়কালে বাজেটের নানা বাঁক ফেরানো মুহূর্ত দেখার সুযোগ আমার হয়েছে। বাজেটের রূপান্তর প্রক্রিয়ায় লক্ষ্য করেছি এর দর্শন, কাঠামো ও আকার, বরাদ্দের অগ্রাধিকার এবং বাস্তবায়ন কৌশলের পরিবর্তন। সরকারের বার্ষিক বাজেট উপস্থাপন এবং তার অনুষঙ্গ বিবর্তন। এসব অভিজ্ঞতার কিছু অংশ স্মরণ করছি, যা কালানুক্রমিকভাবে নয়।