সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৭৬ লাখ ভাতাভোগীর ডিজিটাল অ্যাকাউন্ট তৈরি শেষে এর মধ্যে ৮৭ হাজারের খোঁজ পাওয়া যায়নি। তাঁদের ‘নিরুদ্দেশ’ উল্লেখ করে নতুন ডিজিটাল অ্যাকাউন্ট তালিকা করা হয়েছে। ‘নিরুদ্দেশ’ ভাতাভোগীদের মধ্যে অনেকেই ভুয়া বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। নিখোঁজ ব্যক্তিদের জায়গায় নতুন করে ৮৭ হাজার ভাতাভোগীকে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন তালিকা ধরে ৩০ জুন থেকে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি দেওয়া শুরু হয়েছে। দুই কিস্তিতে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে ভাতাভোগীর মুঠোফোনের ডিজিটাল অ্যাকাউন্টে ৯ মাসের বকেয়া ভাতা দেওয়া হয়েছে।