ইসরায়েলের দুটি এয়ারলাইন্স রাজধানী তেল আবিব থেকে মরক্কোর মাররাকেশে সরাসরি বিরতিহীন বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে। গতবছর মরক্কো ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক সম্পর্কোন্নয়নের পথ ধরেই চালু হল এই ফ্লাইট।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গতবছর ডিসেম্বরে এক শান্তিচুক্তির মধ্য দিয়ে ইসরায়েল এবং মরক্কোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি হয়।
২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়া চতুর্থ আরব দেশ ছিল মরক্কো।