দুই বছর আগে বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে ২৭ জনের প্রাণহানির পরপরই ঢাকার বহুতল ভবনগুলোর অবস্থা পরিদর্শন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এতে প্রায় ৯৫ শতাংশ বহুতল ভবনে রাজউকের অনুমোদিত নকশার গরমিল এবং অগ্নিনির্বাপণের ব্যবস্থায় দুর্বলতা ধরা পড়ে। এসব ভবনের ব্যবহার বা বসবাস সনদ (অকুপেন্সি সার্টিফিকেট) ছিল না। কিন্তু ভবনগুলোর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
২০০৮ সালের ঢাকা মহানগর ইমারত বিধিমালায় বলা হয়েছে, কোনো ভবনে বসবাস শুরু বা ব্যবহারের আগে রাজউকের কাছ থেকে বসবাস সনদ নিতে হবে। এ সনদ পেলেই কেবল ভবনের মালিক ভবনে উঠতে পারবেন বা ভাড়া দিতে পারবেন। নকশার সঙ্গে নির্মিত ভবনে ত্রুটিবিচ্যুতি পাওয়া গেলে বা অগ্নিনিরাপত্তাব্যবস্থা না থাকলে রাজউক সেই ভবন পরিত্যক্ত ঘোষণাও করতে পারবে।