প্রশ্নটা মাথায় কয়েকদিন ধরে ঘুরছে- ডিজিটাল যোগাযোগ নিয়ে আমাদের উচ্ছ্বাস কি শেষ? কেন, ভালোই তো চলছে! এক স্মার্টফোনে জীবনটাই সহজ। পরিবার, স্বজন, প্রিয়জন- কাউকেই তো আর ছাড়া ছাড়া লাগে না। পৃথিবীর ওই প্রান্তে থেকেও যখন তখন বলা যায় 'হ্যালো'। শুধুই কি বলা, দেখাও তো যায়। তাহলে সমস্যা কোথায়? টেলি-প্রযুক্তি সারাক্ষণ তো আমাদের আবেগকেই ছুঁয়ে যাচ্ছে। একদম নির্ভার। মান-অভিমান, ভাব-ভালোবাসা- সবকিছুর মাখামাখি তো ওই স্মার্টফোনেই। তাহলে কেন হইচই। এক পেগাসাস-কাণ্ডে কি সব শেষ! আর কি গোপনে বলব না কোনো 'গোপন কথা'!