রূপগঞ্জে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

মানবজমিন প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০০:০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। গত শুক্রবার রাতে উপজেলার তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মাসাবো এলাকায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মারুক অর্ণ জানান, শুক্রবার রাত ১০টার দিকে এক প্রসাবীর স্ত্রী আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দক্ষিণ মাসাবো এলাকায় মালয়েশিয়া প্রবাসী ইউছুফ মিয়ার বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান ইউসুফের স্ত্রী জোসনা বেগম ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ সে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহতের ভাই মোহন জানান, তার বোনের সঙ্গে প্রায় ৭ বছর পূর্বে ইউসুফের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ইসরাত (৬) ও আব্দুর রহমান (৩) নামে দু’টি সন্তান রয়েছে। তাদের উভয় পরিবার নোয়াখালী অঞ্চলের হলেও ইউসুফ ও তার ভাই ফারুক দক্ষিণ মাসাবো এলাকায় এসে বাড়ি করে। এ অবস্থায় স্বামী ইউসুফ আড়াইবছর পূর্বে মালয়েশিয়া চলে যায়। ঈদের কেনাকাটা নিয়ে স্বামী ইউসুফের সঙ্গে তার বোন জোসনার মোবাইল ফোনে ঝগড়া হলে অভিমানে সে আত্মহত্যা করতে পারে বলে জানান ভাই মোহন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us