দেশের সিনেমায় একটা জোয়ার এনেছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। নির্মাণে আধুনিকতার সংযোজন এবং বড় বাজেটের সিনেমা বানিয়ে অল্প সময়েই দর্শকদের আস্থা অর্জন করে নিয়েছিল। সেই সুবাদে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে ঢালিউড।
কিন্তু স্বপ্নটা স্থায়ী হলো না। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজের সংক্রান্ত কিছু জটিলতার কারণে জাজের কার্যক্রম স্থবির হয়ে যায়। কয়েকটি সিনেমার ঘোষণা এলেও সেগুলো পূর্ণতা পায়নি এখনো। তাছাড়া চলমান মহামারির কারণে দেশের সিনেমা অঙ্গনের অবস্থা নাজুক। হল বন্ধ থাকায় নতুন সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই। তাই আপাতত নতুন সিনেমা বানাচ্ছে না এই প্রতিষ্ঠান।