মাইকে ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল দুই গ্রামের মানুষ

কালের কণ্ঠ প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ১৬:০৬

সিলেটের বিয়ানীবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সড়কে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে আজ শনিবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আলীনগর বাজারে আলীনগর ও টিকরপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়।


এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্থানীয় আলীনগর বাজারে  বিয়ানীবাজার-সিলেট সড়কে গাড়ি পার্কিং নিয়ে টিকর পাড়ার গ্রামের বাসচালক নজর উদ্দিনের সাথে আলীনগর এলাকার যুবক মুসাদ্দেক আলী সাথে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠি-সোটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওইদিন আলীনগর বাজারের কয়েকটি দোকান ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন দু’পক্ষের লোকজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us