আদালতের বাইরে মীমাংসা, শাস্তি হয় না পাচারকারীদের

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ১১:০৫

ভালো কাজ দেওয়ার কথা বলে বহু বেকার তরুণ-তরুণীকে বিদেশে পাঠাচ্ছে মানব পাচারকারী চক্রের সদস্যরা। তবে নিজের সর্বস্ব বিক্রি করে বিদেশে গিয়ে সুদিন ফেরানোর স্বপ্ন দেখা তরুণরা হচ্ছেন প্রতারণার শিকার। অনেকে বেঁচে দেশে ফিরতে পারলেও অনেকে হারিয়ে যায় চিরদিনের জন্য। ফেরত আসা ব্যক্তিরা পাচারের কাজে জড়িত দালালদের বিরুদ্ধে মামলা করলেও দোষীদের শাস্তি নিশ্চিত হয় না। মামলার অনেক বাদী আদালতের বাইরে মীমাংসা করে ফেলায় গ্রেফতার হলেও শেষ পর্যন্ত ছুটে যায় পাচার চক্রের সদস্যরা। আর এতে করে লাভের লাভ কিছু হচ্ছে না। প্রতারক চক্রের নিয়মিত শিকার হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের তরুণরা।


জানা যায়, ২০১৫ থেকে ২০২১ সালের ১৭ জুলাই পর্যন্ত সাড়ে ছয় বছরে মানবপাচারে রাজশাহীসহ তিন জেলায় ৪৪টি মামলা হয়। এরমধ্যে ১৮টি মামলা আদালতের বাইরে মীমাংসা হয়েছে। আর গত পাঁচ বছরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৬৭০ জন পাচার হওয়ার পরে বিদেশ থেকে ফেরত এসেছেন। এর মধ্যে পুরুষ ৫১২ জন ও ১৫৮ জন নারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us