করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও সদ্য সমাপ্ত অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের ধারা রপ্তানি ও প্রবাসী আয়ের মাধ্যমে অব্যাহত থাকবে বলে আশা করছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)।
আজ শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এডিবি এশিয়ার অর্থনীতির ওপর সম্পূরক আউটলুক প্রকাশ করে।
এডিবি জানায়, গত অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি ১৩ দশমিক ছয় শতাংশ এবং প্রবাসী আয় ৩৯ দশমিক পাঁচ শতাংশ বেড়েছে। প্রথম ১০ মাসে রাজস্ব আয় বেড়েছে ১২ দশমিক নয় শতাংশ।