সকালে দিয়া সিদ্দিকী তার ক্যারিয়ার সেরা ৬৩৫ স্কোর করে টোকিও অলিম্পিকের রিকার্ভের র্যাংকিং রাউন্ডে ৩৬তম হওয়ার পর সবার চোখ ছিল রোমান সানার দিকে।
রোমানের পারফরম্যান্সের ওপর নির্ভর করছিল বাংলাদেশ গেমসের মিশ্র দ্বৈতে (মিক্সড ডাবল) ইভেন্টে খেলতে পারবে কি না। রোমান সানা তার ক্যারিয়ার সেরা ৬৮৬ স্কোর অতিক্রম করতে না পারলেও ৬৬২ স্কোর করে সতেরতম হয়েছেন।