চীনের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে পাতাল রেলপথ ডুবে গিয়ে প্রায় এক ডজন লোকের মৃত্যুর পর অবিলম্বে নগরীর পরিবহন ব্যবস্থার বন্যা নিয়ন্ত্রণ পর্যালোচনা করে আরও উন্নত করতে স্থানীয় কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার সরকারি এই নির্দেশের সময়ও ওই অঞ্চলটিতে ভারি বৃষ্টিপাত অব্যাহত ছিল বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন।
দেশটির হেনান প্রদেশে টানা ষষ্ঠ দিনের মতো বৃষ্টি অব্যাহত আছে আর তা উত্তরদিকে প্রতিবেশী হেবেই প্রদেশের দিকে বিস্তৃত হচ্ছে। টানা বৃষ্টিতে হেনানের বিস্তৃত এলাকা তলিয়ে গেছে। এতে ওই পাতাল রেলে আটকা পড়ে মারা যাওয়া ১২ জনসহ প্রদেশটিতে প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে।