বিশ্বে মৃত্যু ৪১ লাখ ২৫ হাজার, শনাক্ত ১৯ কোটি ১৯ লাখের বেশি

ডেইলি স্টার প্রকাশিত: ২২ জুলাই ২০২১, ১০:৪৮

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪১ লাখ পঁচিশ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ১৯ লাখেরও বেশি। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।


এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ১৯ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২৬৯ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪১ লাখ পঁচিশ হাজার ৮১০ জন। এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ২৬ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ছয় লাখ নয় হাজার ৮৫৯ জন।


আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ১২ লাখ ১৬ হাজার ৩৩৭ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ১৮ হাজার ৪৮০ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us