পবিত্র ঈদুল আজহা পালিত হল। কিন্তু এই উৎসব আনন্দে সবাই কি সমানভাবে যোগ দিতে পেরেছেন? সবার জীবনে কি এসেছে উৎসব? বিশেষ করে এই মহামারিকালে উৎসবের মানেটাই যেন পাল্টে গেছে। আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পালিত হবে কঠোর লকডাউন। বলা যায় করোনা মহামারিতে জনজীবন পর্যুদস্ত। ‘চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা’।
এই সময়ে মানুষ যেন আরও অমানবিক হয়ে উঠছে। একবিংশ শতাব্দীর বাস্তবতা হচ্ছে, যে পিতা-মাতা এক সময় সন্তানের ভরসাস্থল সেই পিতামাতাকেই আশ্রয় নিতে হয় বৃদ্ধাশ্রমে। এও এক নিষ্ঠুর অমানবিক বাস্তবতা। বিশেষ করে বাংলাদেশের আর্থ-সামাজিক ব্যবস্থায় যেখানে পিতা-মাতা ভাইবোন সন্তানসন্তুতি মিলে যৌথ পরিবারে সবাই মিলে মিশে বাস করে সেখানে পিতামাতাকে বয়স হলেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়া হবে- এ কেমন কথা! মাথার ঘাম পায়ে ফেলে যে পিতা মাতা সন্তানদের মানুষ করেন তারাই কিনা বড় হয়ে পিতামাতাকে ছুঁড়ে ফেলেন। নিরুপদ্রব এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের আশায়। তখন এসব পিতামাতার দুঃখের কোনো অন্ত থাকে না।