বাংলাদেশ এখন করোনা মহামারির এক সংকটকাল অতিক্রম করছে। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ডে দেশের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম। এরই মধ্যে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে সরকার লকডাউন শিথিল করেছে। চালু হয়েছে গণপরিবহন। এই সময়টাতে অনেকেই তাদের কর্মস্থল থেকে আপনজনের কাছে ফিরে যাবেন আবার উৎসব পালন শেষে কর্মস্থলে ফিরে আসবেন।
মানুষ থেকে মানুষে হাঁচি, কাশি, কথা বলা এমনকি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায়। গণপরিবহনে নির্দিষ্ট কিছু সংখ্যক লোকের সাথে আপনাকে একটা লম্বা সময় বসে থাকতে হবে। আবার আপনার সিটে এর আগে অনেকে বসেছেন; আপনার সিটের হাতলে আপনার আগে অনেক হাত রেখেছেন। ফলে গণপরিবহন করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে।