ঈদুল আজহার আগে দেশসেরা সাতটি সুপার শপ থেকে ‘নগদ’ এর মাধ্যমে কেনাকাটা করলে ১০ শতাংশ অর্থ ফেরত পাবেন ক্রেতা।
ডাক বিভাগের মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘দেশি নগদে বেশি লাভ’ ক্যাম্পেইনের আওতায় সারা দেশে স্বপ্ন, প্রিন্স বাজার, ইউনিমার্ট, হোলসেল ক্লাব লিমিটেড, মিনা বাজার, ডেইলি শপিং এবং আগোরার প্রায় ৩০০ আউটলেটে ঈদের আগের দিন পর্যন্ত এই ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন গ্রাহক।