ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করলেও এলেঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত যানজট সৃষ্টি হচ্ছে। গাড়ির চাপ বেশি থাকায় শনিবার মধ্যরাত থেকে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। সেতুর উভয়পাড়ে আটকা পড়ে যানবাহন।