ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের প্রেম আর গোপন নেই। আগে কেবল গুঞ্জন ছিল, এখন বলি তারকারাই সেই খবরে সিলমোহর দিয়ে দিয়েছেন। একটি সাক্ষাৎকারে অনিল-পুত্র অভিনেতা হর্ষবর্ধন কপূর জানিয়েছিলেন যে, তাঁরা প্রেম করছেন। কর্ণ জোহরও ভিকির নাম নিয়ে ক্যাটরিনার সঙ্গে মশকরা করেন প্রায়শই। তাঁদের মাঝে মাঝেই একসঙ্গে দেখা যায়। শুক্রবারও ভিকিকে ক্যাটরিনার বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছে সন্ধের পর। যদিও ভিকি বা ক্যাটরিনা, কেউ এই বিষয়ে মুখ খোলেননি।