দেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই। এরপরও এই ঈদুল আজহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটির বেশি পরিবারকে খাদ্যসহায়তা দিচ্ছেন। ঈদ পরম আনন্দের ও খুশির দিন। প্রধানমন্ত্রী চান, এই দিনে কোনোক্রমেই যাতে দেশের একজন মানুষকেও না খেয়ে থাকতে না হয়। তাই প্রধানমন্ত্রী এবারও ঈদের আগে অসহায় ব্যক্তি ও দুস্থ পরিবারকে খাদ্যসহায়তা দিচ্ছেন।
আজ শনিবার কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ঢাকায় তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় গরিব, অসহায় ব্যক্তি, দুস্থ পরিবার ও উপকারভোগীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।