মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্ষতবিক্ষত একটি গ্রামীণ রাস্তা মেরামতে নেমেছেন এলাকাবাসী। উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকুলচন্দ্র দাশের নেতৃত্বে শতাধিক মানুষ বৃহস্পতিবার থেকে দিনব্যাপী এই কাজ করছেন।
তিনি বলেন, উপজেলার অন্তেহরি গ্রাম ও সদর উপজেলার কাদিপুর গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র এই রাস্তাটি আট বছর ধরে ভেঙে চুরমার হয়ে গেছে। সরকারি উদ্যোগ না থাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকাবাসী পলিমাটি ও আধলা ইট দিয়ে দেড় কিলোমিটারের রাস্তাটি মেরামতের কাজ করছেন।