গাজীপুর বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ‘স্টাইল ক্র্যাফট লিমিটেড’ কারখানার শ্রমিকরা ‘শ্রমিকরা।
শহরের লক্ষ্মীপুরা এলাকার ঢাকা-জয়দেবপুর সড়কে বৃহস্পতিবার সকাল থেকে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে বলে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান।
এ নিয়ে তাদের বিক্ষোভ দ্বিতীয় দিনে গড়াল। এর আগে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্টাইল ক্র্যাফট লিমিটেডের শ্রমিকরা পাওয়া আদায়ের দাবিতে বিক্ষোভ করে।