করোনা বিস্তার রোধে গত বছর স্পেনে জারি করা লকডাউন অসাংবিধানিক। বুধবার দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেয়।