করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়া আন্তর্জাতিক- লিড নিউজ - চ্যানেল আই অনলাইন ১৫ জুলাই, ২০২১ ০৮:১৮ করোনাভাইরাস সংক্রমণের নতুন হটস্পট হয়ে উঠছে ইন্দোনেশিয়া। ভাইরাসটির সংক্রমণে ক্রমাগত দেশটিতে বাড়ছে মৃত ও শনাক্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত শনাক্ত ৫০ হাজার ছাড়িয়েছে। এর আগে গত ৭ জুলাই সেখানে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছিল ৩৪ হাজার মানুষ।
এরপর ধীরে ধীরে প্রতিদিনই সেই সংখ্যা বাড়ছে। ১৩ জুলাই ইন্দোনেশিয়ায় শনাক্ত হয়েছিল প্রায় ৪৮ হাজার জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৫১৭ জন। আর প্রাণ হারিয়েছে ৯৯১ জন। এরই মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হয়রছে ২৬ লাখ ৭০ হাজার ৪৬ জন। প্রাণ হারিয়েছে ৬৯ হাজার ২১০ জন।