Jammu And Kashmir: জম্মুর আকাশে ড্রোন, কাশ্মীরে নিহত ৩ জঙ্গি

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০৮:১১

আন্তর্জাতিক সীমান্তের ধারে ড্রোনের আনাগোনা এবং জঙ্গিদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ— এই দুই ঘটনায় গত কাল রাত থেকে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। ওই কেন্দ্রশাসিত অঞ্চলের আকাশে গত ১৫ দিনে এই নিয়ে ছ’টি চালকহীন ড্রোন দেখা গেল। বাহিনীর সঙ্গে সংঘর্ষে যে তিন জন জঙ্গি নিহত হয়েছে, তাদের মধ্যে এক জন লস্কর-এ-তৈবার কমান্ডার।


জম্মুর আর্নিয়া সেক্টরের কাছে গত কাল রাত ১০টা নাগাদ একটি ড্রোনকে উড়তে দেখেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর জওয়ানেরা। দেখা মাত্রই তাঁরা গুলি চালান। আজ এক বিবৃতিতে বিএসএফ বলেছে, ‘১৩ জুলাই রাত ৯টা ৫২ মিনিট নাগাদ আমাদের জওয়ানেরা একটি লাল আলো দেখতে পান। আলোটি কখনও জ্বলছিল, কখনও নিভছিল। সেই আলো লক্ষ্য করে জওয়ানেরা গুলি চালায়’। বিবৃতিতে জানানো হয়েছে, গুলি চালানোর পরে ড্রোনটি সীমান্তের ওপারে চলে যায়।বাহিনীর এক অফিসার জানিয়েছেন, ড্রোনটি ভারতের প্রায় ১০০ থেকে ১৫০ মিটার ভিতরে ঢুকে পড়েছিল। ২০০ মিটার উপর দিয়ে উড়ছিল। তাঁর কথায়, ‘‘ড্রোন এখন পাকিস্তানের নতুন ওয়াচ টাওয়ার।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us