Jisshu Sengupta: ‘আগের চেয়ে আরও বাছাই করে কাজ করছি’

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০৭:১৫

হ্যাঁ, একটু বেশিই ট্রাভেল করতে হচ্ছে (হাসি)। কলকাতা, মুম্বই, হায়দরাবাদ... তবে এই দু’বছরের অনেকটা সময়ই তো লকডাউনে কাটল। এখন স্টার জলসার ‘সুপার সিঙ্গার সিজ়ন থ্রি’-র জন্য কলকাতা ফিরলাম। আবার ১৭ তারিখে মুম্বই চলে যাব।


ভাল-মন্দ মিলিয়েই কাটছে। সকলেই অল্পস্বল্প ধাক্কা খেয়েছি। অনেকেই কাছের মানুষ হারিয়েছি। তার মধ্যেও সকলকে কাজ করে যেতে হয়েছে। গত বছর লকডাউনে ‘সুপার সিঙ্গার’-এর কিছু এপিসোড বাড়ি থেকে শুট করেছিলাম। তার পর সব খুলতে স্টুডিয়োয় গিয়েই শুট করেছি। সিনেমার কাজও করেছি। গত জুলাইয়ে লকডাউনের পরে ‘অভিযান’ প্রথম বাংলা ছবি, যেটা শুট হল। সৌমিত্র জেঠুর মতো লোকও ঝুঁকি নিয়ে কাজ শুরু করলেন। সেটে সৌমিত্র জেঠুর সঙ্গে কাটানো সময়গুলো এখন বারবার মনে পড়ে। তার পর তো হিন্দি, তেলুগু সব ছবিতেই কাজ করেছি। মুম্বইয়ে লকডাউন উঠতেই ‘অন্তিম’-এর প্যাচ ওয়ার্কের জন্য যেতে হল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us