সোমালিয়ায় নারী নেতৃত্বের সময় হয়েছে

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০৫:৫৭

আফ্রিকা শৃঙ্গের দেশটির নিরাপত্তাহীনতা ও দুর্নীতি দমনে সোমালিয়ার শীর্ষ নেতারা যখন বহু বছর ধরে হিমশিম খাচ্ছেন, এরই মাঝে আইনজীবী, ফাওজিয়া ইউসুফ হাজি আদম জানালেন,এখন সময় হয়েছে মহিলাদের ভূমিকা রাখারI তিনি মঙ্গলবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেনI তবে সংখ্যাগরিষ্ঠ পুরুষ আইনপ্রণেতাদের যথেষ্ট সমর্থন পাওয়া তাঁর জন্য দুষ্কর হতে পারেI


ফাওজিয়া জানান, নির্বাচিত হলে তিনি দেশটির জীবনধারায় নতুন গতির সঞ্চার করবেন, নিরাপত্তা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও শিক্ষার প্রতি অগ্রাধিকার দেবেনI তিনি বলেন, তাঁর পুরুষ সহকর্মীরা যে কাজ করতে ব্যর্থ হয়েছেনI ফাওজিয়া জানান, আমরা দীর্ঘ সময় ধরে পুরুষদের সমাধান দেয়ার প্রতীক্ষা করেছি, যার সমাধান তারা আজ অব্দি দিতে পারেন নিI তাই আমার বিশ্বাস, আমি পুরুষদের চাইতে ভালো সমাধান দেয়ার যোগ্যতা রাখিI

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us