যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকানশাসিত অঙ্গরাজ্যগুলোতে ভোটের নিয়ম কড়াকড়ি করার প্রচেষ্টার নিন্দা জানিয়ে বলেছেন, এটা হচ্ছে আমাদের স্বাধীনতার ওপর আঘাতের সূচনা। এদিকে ১৫০-এর বেশি মার্কিন কোম্পানি কংগ্রেসকে ভোটাধিকার আইন পাশ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে।
সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা ও রয়টার্সের বরাতে জানা যায়, রিপাবলিকানরা বলছেন, তারা ভোটদানের নিয়মে কড়কড়ি করছেন যাতে ভবিষ্যতে কোনোরকম ভোট জালিয়াতি না হয় এবং আমেরিকানদের মনে এই আস্থা জন্মায় যে, যথার্থভাবে ভোট গণনা করা হচ্ছে। তবে সম্ভবত ছয় মাসের প্রেসিডেন্ট আমলের সবচেয়ে আবেগময় ভাষণে বাইডেন এই যুক্তির বিরোধিতা করে বলেন, ১৭টি অঙ্গরাজ্যে এরই মধ্যে যে ২৮টি আইন পাশ করা হয়েছে তাতে আমেরিকানদের জন্য ভোটদান কঠিন হয়ে উঠেছে।