গত এক মাস ধরে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকায় বুঁদ হয়ে ছিল ফুটবলপ্রেমীরা। দুই মেগা আসরের পর্দা নেমেছে গত রোববার। এক মাস ধরে চলতে থাকা কোপা আমেরিকার ফাইনালে শেষ ভাগ্য নির্ধারণ করে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোল। তাঁর একমাত্র গোলেই ২৮ বছর শিরোপার দেখা পায় আর্জেন্টিনা। অথচ সেই ডি মারিয়াকেই রাখা হয়নি কোপার সেরা একাদশে।
টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফাইনালের আগেরদিনই লিওনেল মেসি ও নেইমারকে যৌথভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। তাই স্বাভাবিকভাবে দুজনই ছিল সেরা একাদশে। মেসি-নেইমারদের সঙ্গে ফরোয়ার্ড হিসেবে আছেন কলম্বিয়ার লুইস দিয়াস।