আত্মসমর্পণে উদ্যত আফগান স্পেশাল ফোর্সেস ইউনিটের ২২ নিরস্ত্র কমান্ডোকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র তালেবান সদস্যরা। দেশটির ফারিয়াব প্রদেশের তুর্কমেনিস্তান সীমান্তের কাছে দৌলত আবাদে গত ১৬ জুন এ ঘটনা ঘটে।
ওই ঘটনার বেশ কিছু ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। মার্কিন গণমাধ্যম সিএনএন ওই ভিডিও যাচাই করার পাশাপাশি প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে।
ভিডিওতে দেখা যায়, কমান্ডোদের মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ওই শহরে তুমুল লড়াইয়ের পর কমান্ডোদের গোলাবারুদ ফুরিয়ে যায় এবং তালেবান সদস্যরা তাদের ঘিরে ফেলে। ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে পশতু ভাষায় একজনকে কমান্ডোদের গুলি করতে নিষেধ করতে শোনা যায়।