‘আম্মাজান’ সিনেমায় নবাব চরিত্রটা করার কথা দিলদারের। কিন্তু ব্যস্ততার জন্য নবাব চরিত্রটি ছেড়ে দেন। দিলদারের বিকল্প হিসেবে জ্যাকি আলমগীরকে প্রস্তাব দেন সিনেমাটির নির্মাতা কাজী হায়াৎ। চরিত্রটি দিলদারের করার কথা ছিল শুনে সঙ্গে সঙ্গে ‘না’ করে দেন। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান তাঁকে বারবার সিনেমাটিতে যুক্ত হতে বলে। একসময় বাধ্য হয়ে শর্ত দিয়ে দেন জ্যাকি। তিনি শুটিংয়ের প্রথম দিন দিলদারের হাত ধরে মেকআপ নেবেন, এই শর্ত মানলেই ‘আম্মাজান’ সিনেমায় অভিনয় করবেন তিনি।